ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

হামলায় আহত হয়ে চট্টগ্রামে ফিরছেন ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

রোববার, ১৮ জুন ২০১৭ , ০১:০৩ পিএম


loading/img

রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় হামলার শিকার হয়ে রাঙামাটি না গিয়ে চট্টগ্রাম ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীরসহ দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সচিব মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, রোববার সকালে রাঙ্গুনিয়া যাবার পথেই ইছাখালী এলাকায় সরকার দলীয় নেতাকর্মীরা বিএনপির গাড়ি বহরে হামলা চালায়।

মির্জা ফখরুলের গাড়িতে থাকা আমীর খসরুসহ আরো বেশ কয়েকজন নেতা আহত হন।

বিজ্ঞাপন

পরবর্তীতে রাঙ্গুনিয়া ও রাঙামাটি যাবার কর্মসূচি বাতিল করে চট্টগ্রাম শহরের দিকে ফিরে আসছে বিএনপির গাড়ি বহর। চট্টগ্রামে শহরে পৌঁছে চট্টগ্রাম প্রেসক্লাবে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। 

মির্জা ফখরুলের গাড়িবহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সদস্য মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তারা সবাই আহত হয়েছেন।

গাড়িবহরে থাকা বিএনপির নেতারা বলছেন, তারা কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিলেন। রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তাদের গাড়িবহরে হামলা হয়। প্রায় ২০ থেকে ২৫ জন লোক অতর্কিতে তাদের গাড়িবহরে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা মির্জা ফখরুল ইসলামের গাড়ির সামনে ও পেছনের কাঁচ ভেঙে দিয়েছে। 

বিজ্ঞাপন

বিএনপির অভিযোগ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।

এসএস/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |