রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে বসবাস করা লোকজনদের সরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, রোববার সকাল থেকে রাঙামাটিতে টানা ভারি বর্ষণ শুরু হওয়া সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
রাঙামাটিতে গেলো মঙ্গলবার পাহাড় ধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, রাঙামাটিতে ত্রাণের কোনো সঙ্কট নেই। যোগাযোগ সমস্যা সমাধানে কাপ্তাই চ্যানেলে লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। পণ্য পরিবহনে বিনামূল্যে লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। বর্তমান রাঙামাটির যে সমস্যা তা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমানে রাঙামাটিতে খাদ্য প্রচুর পরিমাণে মজুদ আছে। ৩০ হাজার অকটেন আনা হয়েছে। যা দিয়ে আসছে একমাস চাহিদা মেটানো সম্ভব হবে।
এসএস