নতুন ইতিহাসের অংশ হতে যাচ্ছে পাকিস্তানের জনগণ।পার্লামেন্ট পুনর্বহালে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে দেশটির রাজনীতিতে আবারও নাটকীয় মোড় নিতে শুরু করেছে।
আদালতের রায়ের পর আজ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে। ভোটে হেরে গেলে ক্ষমতাচ্যুত হবেন তিনি। তবে সাবেক এ তারকা ক্রিকেটার সুপ্রিম কোর্টের রায় মেনে নিলেও বিদেশ থেকে আমদানি করা কোনো সরকার মানবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে অনাস্থা ভোটে ইমরান খানের বিদায় নিশ্চিত ধরে নিয়ে সম্ভাব্য নতুন ফেডারেল সরকার গঠনের আলোচনা শেষ করেছে বিরোধী জোট। নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। জাতীয় সরকারের মতো নতুন ফেডারেল সরকার গঠন করা হবে। এতে আনুপাতিক হারে শরিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে।
বাবা শাহবাজ শরিফ যখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে, তখন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ছেলে হামজা শাহবাজ। বাবা ও মিত্ররা সুপ্রিম কোর্টের লড়াইয়ে জয় পেয়েছেন। ছেলের লড়াই লাহোর হাইকোর্টে। এ জন্য আজকের অনাস্থা ভোটের পাশাপাশি বাবা-ছেলের চমকের অপেক্ষায় রয়েছে পাকিস্তানের সাধারণ জনগণ।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার গত মাসে পদত্যাগ করেন। এ কারণে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য ভোট করতে হবে। পিএমএল-কিউ-এর চৌধুরী পারভেজ এলাহী এবং পিটিআই থেকে বেরিয়ে আসা আইনপ্রণেতাদের (জাহাঙ্গীর তারিন ও আলিম খান গ্রুপ) সমর্থন পাওয়ায় হামজা শাহবাজ পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে। এর মধ্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজসহ অন্য আইনপ্রণেতাদের নিয়ে প্রতীকী ভোটে শাহবাজই নির্বাচিত হয়েছেন।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন