ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৯ এপ্রিল ২০২২ , ০১:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

প্রতিবেশী দেশ ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ভারতে ২৪ ঘণ্টায় আরো ১,১৫০ জন নতুন করোনা রোগীর খোঁজ পাওয়া গেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৮৩ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (৯ এপ্রিল) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে জানা যায়।

সংবাদমাধ্যম জানায়, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩০,৩৪,২১৭ জনে। এছাড়াও মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১১,৩৬৫ জনে।

বিজ্ঞাপন

করোনা সংক্রমণের ক্ষেত্রে ২৪ ঘণ্টায় ১২৭টি কেস হ্রাস পেয়েছে। মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৫,২১,৬৫৬। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে বর্তমানে ভারতে মোট সংক্রমণের ০.০৩ শতাংশ। রোগমুক্তির হার ৯৮.৭৬ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, প্রতিদিন সংক্রমণের হার ০.২৫ শতাংশ। এছাড়াও সাপ্তাহিক সংক্রমণের হার ০.২৩ শতাংশ। মোট রোগমুক্ত হয়েছেন ৪,২৫,০১,১৯৬ জন। মৃত্যুর হার ১.২১ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত মোট ১৮৫.৫৫ কোটির বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুস্টার ডোজের ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |