ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পুকুর থেকে ৮ বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, মানিকগঞ্জ

মঙ্গলবার, ২০ জুন ২০১৭ , ১১:২৫ পিএম


loading/img

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিল-মিতরা ইউনিয়নের আউটপাড়া গ্রামের মো. হাসান আলীর ৮ বছরের কন্যাশিশু হেনা আক্তারের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে তাদের বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় হেনার মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় রওয়ান বিন রমজান ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে খেলার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় হেনা। এরপর সে বাড়ি ফেরেনি। এদিন সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনার জড়িত থাকতে পারে স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে নিহতের মামা চুন্নু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাকে মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করছেন অনেকে।

কে/ এপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |