আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় যেনো ভাগ্য খুলে দিয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। প্রথমবারের মতো এ ট্রফি জিতে দেশকে গৌরবান্বিত করায় বিভিন্ন মহলের পুরস্কারে ভাসছেন তারা। এবার চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের প্রত্যেক ক্রিকেটারকে এক কোটি রুপি দেয়ার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে প্রত্যেক খেলোয়াড়কে এক কোটি রুপি দেবেন।
শুধু নওয়াজ শরিফের তরফ থেকে নয়, কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী; পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ২ কোটি ৯০ লাখ রুপি পাবে পুরো দল। সেই সঙ্গে প্রত্যেক খেলোয়াড়কে বাড়তি ১০ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে বোর্ড।
বিষয়টি পাকিস্তান ওপেনার ফখর জামান, পেসার রুম্মন রইস, লেগ স্পিনার শাদাব খান ও অলরাউন্ডার ফাহিম আশরাফের জন্য সোনায়া সোহাগা হয়ে দেখা দিয়েছে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকেও বড় অঙ্কের অর্থ পেয়েছে পাকিস্তান দল। চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ২০ কোটি রুপি পেয়েছে পুরো দল।
দেশকে গৌরবান্বিত করায় পাকিস্তান দলকে পুরস্কৃত করছেন ধনাঢ্য ব্যবসায়ীরাও।
বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী রিয়াজ মল্লিক প্রত্যেক ক্রিকেটারকে ১০ লাখ রুপি এবং একটি করে প্লট দেয়ার ঘোষণা দিয়েছেন। স্পনসর থেকেও মোটা অঙ্কের অর্থ পাবেন আমির-ফখর-হাসানরা।
ডিএইচ