ভিয়েতনামের চালের প্রথম চালান আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। জানালেন ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া।
আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ট্রান ভান বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চাল বাণিজ্য সম্পর্কিত সমঝোতা স্মারকের সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করে বলেন, ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।
ভিয়েতনামের রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার প্রশংসনীয়। এ ক্ষেত্রে দু’দেশের মধ্যে অনেক মিল রয়েছে এবং আমরা একে অপরের কাছে শিখতে পারি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা অতিরিক্ত চাল মজুত করতে চাই।
শেখ হাসিনা বলেন, যুদ্ধের পর ভিয়েতনামের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশটি আমাদের জন্য এক উদাহরণ এবং আমরা তা অনুসরণ করছি। স্বাধীনতার জন্য ভিয়েতনামের মতো আমাদেরকেও যুদ্ধ করতে হয়েছে।
রাষ্ট্রদূত ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান পুক’র শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন।
তিনি ভিয়েতনামের বিপ্লবী নেতা হো চি মিনের জীবনভিত্তিক একটি বই প্রধানমন্ত্রীকে হস্তান্তর করে বলেন, উভয় দেশই উভয়ের মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।
জেএইচ