এবারের ঈদ-উল-ফিতরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। এজন্য রাজধানীসহ দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানালেন বাংলাদেশ পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।
শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন এবং যানজট পরিস্থিতি পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।
এ কে এম শহিদুল হক বলেছেন, আমরা দেশব্যাপী ঈদের জামাতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আশা করি কোনো আইনশৃঙ্খলার অবনতি হবে না। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের কানে আসেনি। আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই।
আইজিপি বলেন, নিরাপত্তার ব্যবস্থার বাইরেও সড়ক-মহাসড়কে যানজটের কবলে পড়ে যারা নিজেদের বাড়িতে যাবে ঈদ উদযাপন করতে, তারা যাতে কষ্টবোধ না করে তার জন্য আমাদের ব্যবস্থা আছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আমরা যানজট নিরসনে অনেক বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। এসব বিকল্প ব্যবস্থার কারণে রাস্তায় তেমন একটা যানজট নেই। রাস্তায় যানজট ঠেকাতে পুলিশ কাজ করছে। যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।
তিনি আরো বলেন, রাস্তার অবকাঠামোগত দুর্বলতার কারণে পুলিশের পক্ষে এ সমস্যার পুরোটা সমাধান করা সম্ভব হচ্ছে না। আমি নিজেই টঙ্গী হয়ে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে এসেছি কোথাও যানজট দেখা যায়নি।
এ সময় হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আলী মিয়া ও গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমসি/সি