ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

করোনা ঠেকাতে এবার সেনা নামালেন কিম

আরটিভি নিউজ

সোমবার, ১৬ মে ২০২২ , ১১:১৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার হঠাৎ করে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। এমন অবস্থায় করোনা মোকাবিলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। অথচ তার কয়েক দিন আগেই করোনা ঠেকাতে লকডাউন ঘোষণা করেন কিম।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের আরও বলা হয়েছে, করোনা মোকাবিলায় দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন কিম জং উন।

দেশটির বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উত্তর কোরিয়ায় ওষুধের সীমিত সরবরাহ, প্রয়োজনীয় টেস্টের অভাব ও ভাইরাসটির টিকা প্রোগ্রাম না থাকায় করোনা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

জানা গেছে, বর্তমান সংকট মোকাবিলায় এক বৈঠকে দায়িত্বহীন কাজের জন্য মন্ত্রিসভা ও স্বাস্থ্যখাতের কঠোর সমালোচনা করেন। 

উল্লেখ্য, দেশটিতে মাত্র চারদিনে করোনার উপসর্গ মিলেছে ১২ লাখের বেশি মানুষের। এরমধ্যে গত একদিনে ৩ লাখ ৯২ হাজার ৯২০ জনের জ্বরের লক্ষণ দেখা দিয়েছে। মৃত্যু হয়েছে আরও ৮ জনের। সূত্র : আল জাজিরা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |