ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

লালমনিরহাটে ১০ হাজার পরিবার পানিবন্দি

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ০১ জুলাই ২০১৭ , ১২:৪৯ পিএম


loading/img

লালমনিরহাটে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে বন্যা। ফলে তিস্তার পানিতে জেলার প্রায় ১০ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। 

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে নদীগুলোর পানি বাড়তে শুরু করে। সকাল ৯ টায় হাতিবান্ধায় তিস্তা ব্যারাজের  ডালিয়া  পয়েন্টে  তিস্তার পানি  বিপদসীমার ৫ সেঃ মিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, তিস্তা পাড়ের লোক জনের মাঝে আতংক বিরাজ করছে। ভারতের গজল ডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়ায় মূলত এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

অনেকেই ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। প্রচণ্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। আরও কি পরিমাণ পানি আসবে তা ধারনা করা যাচ্ছে না। পানি গতি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেটই খুলে দেয়া হয়েছে। ফলে তিস্তার পানিতে পাটগ্রামে অবস্থিত বহুল আলোচিত ছিটমহল আঙ্গোরপোতা- দহগ্রাম, হাতিবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী, সিন্দুনা, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী ইউনিয়ন, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চর এলাকার ১৮ গ্রামের ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

তিস্তা ব্যারেজ রক্ষণাবেক্ষণ প্রকল্পের বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজার  রহমান  জানান, ভারতের গজল ডোবা ব্যারেজের গেট খুলে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে।

আরকে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |