ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

উইম্বলডনে অঘটনের শিকার সুইস তারকা ভাবরিঙ্কা

মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭ , ১১:৩০ এএম


loading/img

টেনিসের সবচেয়ে মর্যাদাকর আসর ও ঘাসের কোর্টের গ্রান্ডস্ল্যাম উইম্বলডনে শুরুতেই অঘটনের শিকার হলেন সুইস তারকা স্ট্যানিসলাস ভাবরিঙ্কা। অবাছাই রুশ খেলোয়াড় দানিল মেদভেদেভের কাছে হারলেন ৩-১ সেটে।

বিজ্ঞাপন

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেট ৪-৬ গেমে হারলেও, দ্বিতীয় সেট ৬-৩ গেমে জেতেন পঞ্চম বাছাই ভাবরিঙ্কা। কিন্তু পরের দু’সেট ৬-৪ ও ৬-১ গেমে জিতে ভাবরিঙ্কাকে বিদায় করে দেন মেদভেদেভ।

এদিকে দু’বছর পর ঘাসের কোর্টে ফিরেই জয় পেয়েছেন রাফায়েল নাদাল। এক নম্বর কোর্টে অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন এ স্প্যানিশ সেনসেশন।

বিজ্ঞাপন

অন্যদিকে, নারী এককে শুভ সূচনা করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও পেত্রা কেভিতোভা। যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন বেলিসকে ৩-৬, ৬-২ ও ৬-১ গেমে হারিয়েছেন বেলারুশ টেনিস কন্যা আজারেঙ্কা।

আর জয় পেয়েছেন দুর্বৃত্তের হামলায় আহতের ঘটনায় আলোচিত পেত্রা কেভিতোভা। সুইডিশ তারকা জোহান্না লারসনকে ৬-৩ ও ৬-৪ গেমে হারান চেক তারকা কেভিতোভা।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |