ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রিয়ালেই থাকছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১০ জুলাই ২০১৭ , ১১:২৪ পিএম


loading/img

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সদ্যই বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লিওনেল মেসি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এবার শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদেই থাকছেন তার চির-প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিজ্ঞাপন

কর ফাঁকির অভিযোগে বিরক্ত হয়ে রিয়াল ছাড়ছেন সিআরসেভেন বলে সম্প্রতি গুঞ্জন ওঠে। শোনা যাচ্ছে, ক’দিনের মধ্যে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সেই গুঞ্জনের পরিসমাপ্তি টানবেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, কর ফাঁকির অভিযোগ নিয়ে ভেঙে পড়েছিলেন রোলালদো। মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও বিষয়টি নিয়ে হতবাক ছিলেন। তবে তা নিয়ে তাদের টেনশন দূর হয়ে গেছে। আসছে মৌসুমেও রিয়াল মাদ্রিদে থাকছেন সিআরসেভেন। চুক্তি নবায়ন নিয়ে তার সঙ্গে চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলেছেন পেরেজ। এ ব্যাপারে দু’পক্ষই সমান আগ্রহ দেখিয়েছে।

বিজ্ঞাপন

এ মুহূর্তে ফুটবল থেকে কয়েকশ মাইল দূরে ছুটি কাটাতে ব্যস্ত দু’মহাতারকা। নবপরিণীতা স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় অ্যান্টিগায় আছেন মেসি। তাদের সঙ্গে আছে দু’সন্তানও। বন্ধু সুয়ারেজও পরিবার নিয়ে সেখানে ছুটি কাটাচ্ছেন।

অন্যদিকে, বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে স্পেনের ফরমেন্তেরা দ্বীপে ছুটিটা মন্দ কাটছে না চির-প্রতিদ্বন্দ্বী রোনালদোর।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |