সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

দাম্মাম, সৌদি আরব থেকে মো. আবদুল মজিদ সুজন

শনিবার, ১৫ জুলাই ২০১৭ , ১২:১২ পিএম


সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম-খোবার হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দাম্মাম অঞ্চলে দায়িত্বরত বাংলাদেশ দূতাবাসের আইন সহায়তাকারী মোহাম্মদ ফয়সাল আহমেদ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দু’জনের নামই হানিফ বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নিহতদের একজনের নিকটাত্মীয় ও স্থানীয়রা জানিয়েছেন, দাম্মামের ফারজানিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অপরজনকে গুরুতর আহত অবস্থায় দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার অপরজনও মারা যান।

এদের একজনের বাড়ি টাঙ্গাইল, অপরজনের বাড়ি কুমিল্লায়।

বিজ্ঞাপন

তারা দু’জনই মেসার্স ফারেস নাজদ কনস্ট্রাকশন নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

তাদের লাশ দেশটির দাম্মাম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত হানিফ 

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission