ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বৃষ্টি উপেক্ষা করে নগর ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭ , ০৭:২৬ পিএম


loading/img
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্র ইউনিয়নের মহানগর সম্মেলনের উদ্বোধন করা হয়। ছবি: জনি আরাফ খান

প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শুরু হলো ছাত্র ইউনিয়নের দু'দিনব্যাপী ৩৮তম ঢাকা মহানগর সম্মেলন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে নীল পতাকা হাতে সমবেত হন বামপন্থী এ সংগঠনটির সহস্রাধিক নেতা-কর্মী। 

ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি অনিক রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম রাব্বির পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন বামপন্থী রাজনীতিক ও সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান। 

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ছাত্র স্বার্থের সংকট মোকাবেলায়, ছাত্র সমাজের দাবি দাওয়ার সংগ্রামের মধ্য দিয়ে সমাজের মৌলিক পরিবর্তন সাধন করতে হবে। এজন্য বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করতে হবে। 

বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানে বামপন্থী তরুণদেরই দায়িত্ব নিতে হবে বলে মত দেন তিনি। 

উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডা. মনোজ দাশ, ছাত্র ইউনিয়ন সভাপতি জিএম জিলানী শুভ, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান দীপক শীল, আহ্বায়ক জহর লাল রায়সহ আরো অনেকে। 

বিজ্ঞাপন

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, কলা ভবন, মধুর ক্যান্টিন, শাহাবাগ ঘুরে টিএসসি’র রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 

বিজ্ঞাপন

সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান দীপক শীল আরটিভি অনলাইনকে জানান, দু'দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার কাউন্সিল অধিবেশন বসবে। এবারের কাউন্সিল অধিবেশনে ঢাকা মহানগরের ৩৩টি ইউনিটের প্রায় ২শ' কাউন্সিলর অংশ নেবেন। 

তিনি বলেন, কাউন্সিলের মধ্য দিয়েই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |