রাজধানীতে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।
গেলো বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার আগা সাদেক রোডের একটি বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মাত্র ২০ দিন আগে কাজে যোগ দেয়া ১৫ বছরের এই কিশোরীটি এবার লাশ হয়েই ফিরছে নিজ বাড়ি।
তবে বাড়ির মালিক এ ঘটনাটিকে আত্মহত্যা বললেও নিহতের পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে তাদের মেয়েকে।
এদিকে জান্নাতুল ফেরদৌসের বাবা-মার অভিযোগ, হত্যার শিকার হয়েছে তাদের মেয়ে।
অন্যদিকে অনেক চেষ্টা করেও কোনো বক্তব্য নেয়া যায়নি বাড়ির মালিক আমির হোসেনের।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানালেন, পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে এখনো কাজ করছে।
এদিকে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরকে/জেএইচ