ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়া মামলার ভয়ে পালিয়েছেন : মোশাররফ

আরটিভি অনলাইন রিপোর্ট, ফরিদপুর

শুক্রবার, ২১ জুলাই ২০১৭ , ০৪:৪৫ পিএম


loading/img

বিএনপি নেতা খালেদা জিয়া মামলা মোকাবিলা করার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তার ছেলে সাজা নিয়ে আগেই ফেরারি হয়েছেন। এখন খালেদা আর দেশে ফিরবেন কিনা তা নিয়ে দেশের মানুষের সন্দেহ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বললেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার ফরিদপুরের জসিমউদ্দিন হলে বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আরো বলেন, তারেক জিয়া পালিয়ে গিয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার কাজে লিপ্ত হয়েছে। যারা দেশকে ভালোবাসে না তারা কীভাবে এই দেশের মানুষের সমর্থন পাবে?

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অল্প সময়ের মধ্যে উন্নত দেশের মর্যাদায় পৌঁছে যাবে। শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশের মানুষ না খেয়ে মারা যায় না, সারের জন্য কৃষকের ওপর গুলি চালানো হয় না। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল বাংলাদেশকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন বানিয়েছিল। এছাড়া তারা আর কিছু করতে পারিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতা থাকাকালে দেশে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। যার কারণে দেশ অনেক পিছিয়ে পড়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই অবস্থা কাটিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানে ৮৬৬ জন বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

জেবি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |