ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

কাবুলে তালেবানের গাড়িবোমা হামলায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২৪ জুলাই ২০১৭ , ১২:২৫ পিএম


loading/img

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি বাসে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

বিজ্ঞাপন

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সকাল ৭টার দিকে শহরের পশ্চিমাংশ গোলাহ-ই-দাওয়াখানার এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ হামলা চালানো হয় আফগান সরকারের প্রধান নির্বাহী ও পিপলস ইসলামিক ইউনিটি পার্টি অব আফগানিস্তানের চেয়ারম্যান মোহাম্মদ মোহাকিক এর বাসার সামনে থাকা একটি সরকারি বাসে। বাসটি খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কাজে ব্যবহার করা হতো।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা আল-জাজিরা জানায়, এ হামলার দায় স্বীকার করে বার্তা পাঠিয়েছে তালেবান।

আল-জাজিরার প্রতিবেদক জেনিফার গ্লাসে জানান, গেলো বছরের ২৩ জুলাই হামলার ওই এলাকাটির পাশেই বোমা হামলা চালানো হয়। সে সময় ৮৪ জন হাজেরা শিয়া মুসলিম সম্প্রদায়ের লোক নিহত হন।

বিজ্ঞাপন

সে হামলার স্মরণে একটি অনুষ্ঠান হবার কথা ছিল এদিন। ঠিক তার আগ মুহূর্তেই হামলাটি চালানো হয়।

প্রায়ই সুন্নি মুসলিম চরমপন্থীদের সাম্প্রদায়িক সহিংসতার লক্ষ্যবস্তু হন পাকিস্তান ও আফগানিস্তানে হাজেরা শিয়া মুসলিম সম্প্রদায়ের লোকজন।

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |