ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

উগান্ডায় স্কুলে জঙ্গি হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ জুন ২০২৩ , ১২:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

উগান্ডার একটি স্কুলে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গুরুতর আরও আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশের বরাতে শনিবার (১৭ জুন) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, শুক্রবার (১৬ জুন) রাতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় জঙ্গিরা। এ সময় তারা একটি ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং খাবার লুট করেছে।

বিজ্ঞাপন

পুলিশ বলছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় মিত্র অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) এই হামলায় এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে কতজন স্কুলছাত্র, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে এডিএফ হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |