ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে হাইকোর্টের রায় ৩০ জুলাই

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৪ জুলাই ২০১৭ , ১০:৩০ পিএম


loading/img

গেলো ফেব্রুয়ারি মাসে দু’ দফা গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। আসছে ৩০ জুলাই এ বিষয়ে রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সোমবার শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেন।

আদালতে বিইআরসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিতাস গ্যাসের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান। আর রিট আবেদনের পক্ষে ছিলেন সুব্রত চৌধুরী ও মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে গেলো ২৩ ফেব্রুয়ারি বিইআরসি ভবনে সংবাদ সম্মেলন করে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ক্যাব) ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।

গেলো ২৮ ফেব্রুয়ারি আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ১ জুন থেকে দ্বিতীয় দফা গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেন। কিন্তু বিইআরসি আপিল করলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়। পাশাপাশি আপিল বিভাগ রুল শুনানি করতে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, মার্চ থেকে প্রতি চুলা গ্যাসের দাম ৭৫০ ও দুই চুলা ৮০০ টাকা ঠিক করা হয়। আর জুন থেকে করা হয় ৯০০ ও ৯৫০ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে মার্চ থেকে প্রতি ঘনমিটার সিএনজি গ্যাসের দাম বাড়ে ৩৮ টাকা। যেটা জুনে বেড়ে ৪০ টাকা হয়। মার্চ থেকে গ্যাসের বাণিজ্যিক ইউনিট প্রতি খরচ ১৪.২০ টাকা, আর জুন থেকে এ ক্ষেত্রে খরচ বাড়ে ১৭.৪০ টাকায়।

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |