ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ভারতের কাশির সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যুর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ , ০৮:৫৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারত সরকার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় বৈশ্বিক সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, শিশুদের মৃত্যুর ঘটনা ও কিডনির অসুস্থতার সঙ্গে ভারতীয় কোম্পানি মাইডেন ফার্মাসিউটিক্যালসের সিরাপগুলোর সম্পর্ক থাকতে পারে। কোম্পানিটি সিরাপগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।

ওষুধগুলো হলো- প্রোমেথাজাইন ওরাল সলিউশন, কোফেক্সমালিক বেবি কফ সিরাপ, ম্যাকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ।

বিজ্ঞাপন

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার পক্ষ থেকে বলা হয়, এই সিরাপগুলো পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় সিরাপগুলির মধ্যে মাত্রাতিরিক্ত ডাইথিলিন গ্লাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে।  

ভারতীয় এই কোম্পানিটির ওষুধ স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে রপ্তানি করা হয় বলে জানা গেছে। সূত্র: বিবিসি, এনডিটিভি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |