ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

প্রধানমন্ত্রীকে কটূক্তি : ইমরানের বিরুদ্ধে আবারো সমন

আরটিভি অনলাইন রিপোর্ট, গাজীপুর

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ , ১০:০৪ পিএম


loading/img

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির মামলায় গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারসহ ৩ জনের বিরুদ্ধে আবারো সমন জারি করেছে গাজীপুরের  আদালত। মামলার অন্য আসামিরা হলেন গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস ও নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।

গাজীপুর জজ আদালতে পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, আগেই তাদের বিরুদ্ধে সমন জারি ছিল। বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

সমন ফেরত না আসায় ফের আদালত সমন জারি করেছেন। আদালত আসছে ২৩ অক্টোবর সশরীরে তাদের আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের আদেশ দিয়েছেন।

মামলার বিবরণীতে জানা যায়, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু গেলো ৩১ মে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগ এনে ইমরান এইচ সরকারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা  করেন। এ মামলায় আরো ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার এজাহারে শান্ত বাবু অভিযোগ করেন, ইমরান এইচ সরকার দেশের সর্বোচ্চ আদালতের প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য অপসারণ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তিমূলক স্লোগান দিয়েছিলেন। সেসময় অভিযোগটি আমলে নিয়েছিলেন আদালত। একইদিন ঢাকায়ও ইমরান এইচ সরকারের নামে একই অভিযোগে আরেকটি মামলা হয়েছিল।

বিজ্ঞাপন

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এর মুখপাত্রের দায়িত্ব নেন ইমরান এইচ সরকার। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গত ২৬ মে ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল থেকে শেখ হাসিনাকে নিয়ে ওই স্লোগান দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

জেবি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |