ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ঢাবির সিনেট অধিবেশন বর্জনের ঘোষণা সাদা দলের

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৮ জুলাই ২০১৭ , ১২:৫৪ পিএম


loading/img

ভিসি প্যানেল মনোনয়নের জন্য ২৯ জুলাইয়ের বিশেষ সিনেট অধিবেশন বর্জন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। জানালেন বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আখতার হোসেন বলেন, ২৯ জুলাই ঢাবির সিনেটের বার্ষিক অধিবেশন ডাকা হয়েছে। আমরা সেটিতে অংশ নেব না। ভিসি প্যানেল মনোনয়নের আগে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনসহ শূন্যপদ পূরণ করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে ঢাবির ভিসি প্যানেল মনোয়নের জন্য ২৯ জুলাই ডাকা সিনেট অধিবেশনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে তা উচ্চ আদালতের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ। বিষয়টি ৩০ জুলাই শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন আদালত।

অধিবেশন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাবি কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি শেষে বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।

এর আগে গেলো ১৬ জুলাই সিনেট সভার জন্য চিঠি দেন ঢাবির রেজিস্ট্রার। তাতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১৯৭৩ আর ২১ (২) ধারার অর্পিত ক্ষমতাবলে ভিসি প্যানেল মনোনয়নের জন্য উপাচার্য, ২৯ জুলাই বিকেল ৪টায় সিনেটের বিশেষ সভা আহ্বান করেছেন।

বিজ্ঞাপন

গেলো ১৬ জুলাই এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ১৫ জন শিক্ষক। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম বলেছিলেন, আবেদনকারীদের দাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের অনেক প্রতিনিধির পদ খালি। তাই এ নির্বাচন না দিয়ে সিনেট সভা ডেকে উপাচার্য প্যানেল মনোনয়ন করা ঠিক নয়।

এইচটি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |