১৮৮০ সালের একটি জিন্স প্যান্ট কয়েক বছর আগে পরিত্যক্ত খনি থেকে উদ্ধার করা হয়েছিল। উত্তর নিউ মেক্সিকোতে এটি নিলামে ৭৬ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ লাখ ২৩ হাজার ৪৯২ টাকায় বিক্রি হয়েছে। এটি এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল প্যান্টের একটি।
নিলামে প্যান্টটি কেনার পর সান ডিয়েগোর ২৩ বছর পোশাক ব্যবসায়ী কাইল হুপার্ট বলেন, আমি এখনও অভিভূত রয়েছি, এমনকি এটি কেনার জন্য আমি নিজেই বিস্মিত।
হুপার্ট লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক ঐতিহ্যবাহী পোশাক সংস্থা ডেনিম ডক্টরসের মালিক জিপ স্টিভেনসনের সঙ্গে যৌথভাবে পুরোনো জিন্সটি কিনেছেন। হুপার্ট নিলামে ওঠা দামের ৯০ শতাংশ এবং বাকি ১০ শতাংশ দেবেন স্টিভেনসন।
জিন্সটি কয়েক বছর আগে আমেরিকার পশ্চিমাঞ্চলের একটি পরিত্যক্ত খনিতে মাইকেল হ্যারিস নামে একজন ডেনিম প্রত্নতাত্ত্বিক পেয়েছিলেন।
যদিও প্যান্টটি দুই শতাব্দী পুরোনো, তারপরেও কিছু ছিদ্র ও ছেঁড়া ব্যতীত এটি অক্ষত রয়েছে।
প্যান্টটির পেছনের পকেটে একটি ট্যাগলাইন ‘মেড বাই হোয়াইট লেবার’ লেখা রয়েছে। যা আমেরিকার বর্ণবাদী জটিল ইতিহাসকে তুলে ধরে।
বলা হয়ে থাকে, ১৮৮২ সালের চাইনিজ এক্সক্লুশন অ্যাক্ট পাস হওয়ার পর লিভাইস তার পণ্যগুলোতে ট্যাগ হিসেবে এই শব্দগুচ্ছ যুক্ত করেছিল। সব চীনা শ্রমিকদের ১০ বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষিদ্ধ করা হয়েছিল, যদিও তারা আমেরিকান অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ ছিল।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ওয়াশিংটন পোস্ট