ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নাভালনির বিরুদ্ধে নতুন মামলা

ডয়চে ভেলে

শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ , ১২:৩৯ পিএম


loading/img

অভিযোগ প্রমাণিত হলে ৩০ বছর পর্যন্ত জেল হতে পারে নাভালনির। সন্ত্রাসীদের সাহায্য করছেন, কট্টরপন্থার সমর্থনে প্রচার করছেন, এমন একাধিক অভিযোগ সামনে এনে নাভালনির বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে। 

বিজ্ঞাপন

নাভালনি নিজেই এ কথা টুইট করে জানিয়েছেন। পুতিনবিরোধী এই রাজনীতিক এখনও জেলে। আপাতত তিনি ১১ বছরের জন্য কারাবাসে। 
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) নাভালনি লেখেন, তার কাছে একটি নতুন নোটিশ এসেছে। সেখানে তার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।

নাভালনি জানান, বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে তিনি পরামর্শ করেছেন। আইনজীবী জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে তার সব মিলিয়ে ৩০ বছর পর্যন্ত জেল হতে পারে।

বিজ্ঞাপন

নতুন অভিযোগে বলা হয়, নাভালনি সন্ত্রাসীদের সমর্থন করছেন। তাদের হয়ে কথা বলছেন। বস্তুত, নাভালনি গ্রেপ্তার হওয়ার পর একটি ইউটিউব চ্যানেল শুরু হয়েছিল। সেই চ্যানেলটিতে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া তার সংস্থা সন্ত্রাসীদের টাকা দিচ্ছে, প্রশিক্ষণের ব্যবস্থা করছে বলে অভিযোগ করা হয়েছে। নাভালনির সহকর্মীদেরও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

২০২১ সালে নাভালনিকে গ্রেপ্তার করেছিল ক্রেমলিন। জার্মানি থেকে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, নাভালনিকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল মস্কো। জার্মানিতে তার চিকিৎসা হয়। মৃত্যুমুখ থেকে ফিরে আসেন তিনি। এরপর একের পর এক অভিযোগ আনা হয় এই রাজনীতিবিদের বিরুদ্ধে। আপাতত তিনি ১১ বছরের জন্য কারাবাস করছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |