ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ভারতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ , ১২:১৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

ভারতের মধ্যপ্রদেশে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে মধ্যপ্রদেশের ভোপাল থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে বেতুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন মহিলা ও দুইজন শিশু রয়েছে। তারা সবাই প্রাইভেটকারের আরোহী ছিলেন।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, প্রাইভেটকারের চালক ঘুমিয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খালি বাসকে ধাক্কা দেয়। বাসের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |