যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি শপিংমলে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। আহত আরও পাঁচজন।
বিজ্ঞাপন
স্থানীয় সময় শনিবার (২৬ নভেম্বর) রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একদল তরুণ একটি শপিংমলের ভেতরে কয়েক রাউন্ড গুলি ছুড়লে একজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
হামলার কারণ এবং হামলাকারীদের সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হামলাকারীদের দু’পক্ষের বিরোধের কারণে গুলি চালানোর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত ২৩ নভেম্বর দেশটির ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ওভারব্রুক হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। সূত্র : এনবিসি নিউজ