ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

জীবিত উদ্ধার হওয়া শিশুর কানে আজান দিয়ে নাম রাখলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:৩৪ পিএম


loading/img

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া এক কন্যাশিশুর কানে আজান দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় তিনি নবজাতক শিশুটির নামও রাখেন।

বিজ্ঞাপন

সোমবার ইস্তানবুল শহরের বাসাকশের কাম অ্যান্ড সাকুরা সিটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ওই নবজাতকের কানে আজান দেন ও নাম রাখেন। তিনি শিশুটির নাম রাখেন ‘আয়সে বেতুল’। নামটি তিনি তিনবার উচ্চারণ করেন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।

প্রকাশিত খবরে বলা হয়েছে, ভূমিকম্পে উদ্ধার হওয়াদের দেখতে হাসপাতালটিতে আসেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়া ওই মেয়ে নবজাতকটিকে কোলে নিয়ে তার কানে তিনি আজান দেন এবং তার মায়ের অনুরোধে নামও রাখেন।

বিজ্ঞাপন

এক সপ্তাহ আগে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। এরমধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ জন ও সিরিয়ায় ৫ হাজার ৭৪১ জন নিহত হয়েছে।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জন্য জরুরি খাবারের প্রয়োজন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |