ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ইসলাম গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ধর্মযাজক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ০৬:৫৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট ক্যাথলিক ধর্মযাজক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হিলারিয়ন হেগি নামে ওই পুরোহিত ইসলাম গ্রহণের পর নিজের নাম পাল্টে রেখেছেন সাইদ আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম মিডেল ইস্ট মনিটর রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, সম্প্রতি নিজের ব্লগপোস্টে ইসলাম গ্রহণের বিষয়টি জানান যুক্তরাষ্ট্রভিত্তিক ওই ক্যাথলিক ধর্মযাজক। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এই পুরোহিত পূর্বে একজন রাশিয়ান অর্থোডক্স ছিলেন। ২০০৩ সালের দিকে তিনি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চে যোগদান করেন।

বিজ্ঞাপন

নিজের সিদ্ধান্তকে হিলারিয়ন হেগি ‘ইসলামে প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। এটি তার কাছে নিজের বাড়িতে ফেরার মতো ঘটনা।

ব্লগ পোস্টে হিলারিয়ন হেগি উল্লেখ করেছেন, অনেক আগে থেকেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট। কয়েক দশক ধরে পর্যবেক্ষণের পর অবশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |