অবসান হচ্ছে কাতার-বাহরাইনের বিরোধ
অবশেষে কাতার ও বাহরাইনের দীর্ঘদিনের বিরোধ অবসান হচ্ছে। দেশ দুটি নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দুই দেশের প্রতিনিধিরা বুধবার (১৩ এপ্রিল) সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদর দপ্তরে বৈঠক করেন।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষই জিসিসি চার্টার অনুযায়ী উপসাগরীয় ঐক্য ও সংহতি বাড়াতে বৈঠক করেছে।
বৈঠকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল আহমেদ বিন হাসান আল-হাম্মাদি ও বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা অংশ নেন।
উল্লেখ্য, ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অজুহাতে ২০১৭ সালে কাতারের ওপর কূটনৈতিক অবরোধ আরোপ করে বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। এই চারটি আরব দেশ কাতারের বিমান ও জাহাজ তাদের আকাশসীমা ও জলসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি এবং বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে।
২০২১ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সম্পর্ক পুনরুদ্ধার করে। তবে এখনও নিজ নিজ দূতাবাস চালু করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত এবং কাতার।
মন্তব্য করুন