ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইলন মাস্কের সবচেয়ে শক্তিশালী রকেটে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ , ০৮:২২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

উৎক্ষেপণের মাত্র চার মিনিটের মাথায় ইলন মাস্কের স্টারশিপে বিস্ফোরণ হয়েছে। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকালে স্পেসএক্সের নিজস্ব রকেট উৎক্ষেপণস্থল স্টারবেজ থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

প্রায় এক দশক ধরে স্টারশিপের সক্ষমতা দেখার অপেক্ষায় ছিলেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। কিন্তু উৎক্ষেপণের চার মিনিটের মাথায় শক্তিশালী এই রকেটটিতে বিস্ফোরণ হয়।

বিজ্ঞাপন

তবে ইলন মাস্ক বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই স্পেসএক্স ফের স্টারশিপ উৎক্ষেপণের চেষ্টা করবে।

এ ছাড়া স্টারশিপে বিস্ফোরণের ঘটনায় আশাহত হননি স্পেসএক্সের প্রকৌশলীরাও। তারা এটিকে সফল উৎক্ষেপণ বলেই মনে করছেন। প্রকৌশলীরা বলছেন, পরবর্তী উৎক্ষেপণের জন্য তারা এখান থেকে তথ্য সংগ্রহ করবেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন।

উল্লেখ্য, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আগামী চন্দ্রাভিযানে যাওয়ার কথা রয়েছে স্টারশিপের। রকেটটি নির্মাণের দায়িত্ব পেয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |