ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেলেন ঝাড়খন্ডের লুৎফল হক

আরটিভি নিউজ

সোমবার, ২২ মে ২০২৩ , ০৪:০৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সমাজসেবায় অসামান্য অবদান রাখায় ‌‘হিরো অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন ঝাড়খন্ডের প্রখ্যাত সমাজকর্মী লুৎফল হক।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের আগ্রায় একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রেস ক্লাব অব আগ্রা, উত্তর প্রদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সার্ক জার্নালিস্ট ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত ইন্দো-নেপাল-বাংলাদেশ মিডিয়া কনক্লেভ- ২০২৩ অনুষ্ঠানে এই সম্মাননা পান লুৎফল হক। তার হাতে সম্মাননা তুলে দেন ভারতের কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল। 

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, লুৎফল হক একজন বড় মাপের সমাজসেবক। তাকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি।

অনুষ্ঠানে ভারত, বাংলাদেশ ও নেপালের প্রায় তিন শতাধিক সাংবাদিক উপস্থিতিতে ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |