ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

থাইল্যান্ডে বোমা হামলায় নিহত ৪ সেনা

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭ , ০২:৩৯ পিএম


loading/img

থাইল্যান্ডে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন চার সেনা সদস্য। এতে  বেসামরিক নাগরিকসহ আহত হয়েছেন আরো ছয়জন।    

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার দক্ষিণের মুসলিম অধ্যুষিত ইয়ালা প্রদেশের পাতানি শহরে নির্মাণাধীন একটি সড়কে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ইসলামপন্থি জঙ্গিরাই বোমাটি পুঁতে রেখেছিল বলে ধারণা করছে পুলিশ।

ওই অঞ্চলের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বলেন, ‘বোমা পুঁতে রাখা দলটি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার বহু পুরাতন এই কৌশলটি ব্যবহার করেছে।’

বিজ্ঞাপন

যদিও এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে গেলো কয়েক দশক ধরে বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ডের ইয়ালা প্রদেশের পাতানি ও নারাথিওয়াত এলাকায় ইসলামপন্থি একটি বিচ্ছিন্নতাবাদী দল বেশ সক্রিয়।

২০০৪ সাল থেকে এখন পর্যন্ত তাদের হামলায় সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

বিজ্ঞাপন

গেলো সপ্তাহে ইয়ালায় সড়কের পাশে পুঁতে রাখা বোমায় দুই সেনা নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছিল।

থাইল্যান্ডের সর্ব দক্ষিণের তিনটি প্রদেশে একসময় মালয় মুসলিম সুলতানদের স্বাধীন রাজত্ব ছিল। ১৯০৯ সালে প্রদেশগুলো থাইল্যান্ডের সঙ্গে সংযুক্ত হয়।

এপি/এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |