ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

পাকিস্তানে গাধার সংখ্যা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ জুন ২০২৩ , ০১:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

পাকিস্তানে গত কয়েকবছর ধরে গাধার সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে দেশটিতে গাধার সংখ্যা বেড়ে ৫৮ লাখে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের ২০২২-২০২৩ অর্থবছরের অর্থনৈতিক জরিপের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

পরিসংখ্যান দেখা গেছে, পাকিস্তানে ২০১৯-২০২০ অর্থবছরে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, ২০২০-২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৬ লাখ। এরপর ২০২১-২০২২ অর্থবছরে আরও এক লাখ বেড়ে এই সংখ্যা দাঁড়িয়েছিল ৫৭ লাখে। পরের অর্থবছরে তা বেড়ে ৫৮ লাখে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

গাধার পাশাপাশি পাকিস্তানে গরুর সংখ্যাও বেড়েছে। বর্তমানে দেশটিতে গরুর সংখ্যা প্রায় ৫৬ লাখ, মহিষ ৪৫ লাখ, ভেড়া ৩২ লাখ ও ছাগলের সংখ্যা প্রায় ৮৫ লাখ। তবে গত চার বছর ধরে উট ১১ লাখ ও ঘোড়ার সংখ্যা ৪ লাখে অপরিবর্তিত রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |