ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

পুলিশের বাধার মুখেই কাতালোনিয়ায় চলছে গণভোট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০১ অক্টোবর ২০১৭ , ০৯:৫৮ পিএম


loading/img

বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হয়েছে কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট। ভোট ঠেকানোর চেষ্টা করছে পুলিশ। স্প্যানিশ সাংবিধানিক আদালতের অবৈধ ঘোষণা করা এই গণভোট থামানোর অঙ্গীকার করেছে সরকার।

বিজ্ঞাপন

রোববার স্থানীয় সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। এসময় সম্ভাব্য ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার চেষ্টা করলে জনতা-পুলিশ সংঘর্ষ হয়।  খবর বিবিসি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সকালে ভোট শুরুর সময়েই অভিযানে নামে পুলিশ। সম্ভাব্য ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার চেষ্টা করেছে পুলিশ। এছাড়া  বেশ কিছু ব্যালট পেপার ও বক্সও জব্দ করেছে তারা।

বিজ্ঞাপন

টেলিভিশনের ছবিতে দেখা গেছে স্পোর্টস সেন্টারের কাঁচ এবং সদর দরজা ভেঙ্গে ঢুকে পড়ছে পুলিশ। যারা ভোট দিতে আসছেন তাদের বলপ্রয়োগ করে সরিয়ে দেয়া হচ্ছে।

ভোট শুরুর আগেই গভীর রাত থেকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলগুলোর ভেতরে অবস্থান নিয়ে ছিলেন বিচ্ছিন্নতার সমর্থকরা।

তাদের মধ্যে অনেকেই ছিলেন স্কুলের শিক্ষার্থী এবং তাদের মা-বাবা। স্কুল ছুটির পর তারা তাঁবু খাটিয়ে সেখানেই অবস্থান নেন। কিছু এলাকায় কৃষকরা রাস্তায় তাদের ট্রাক্টর রেখে দিয়েছেন, কিছু জায়গায় স্কুলের সদর দরজাই খুলে রাখা হয়েছে যাতে পুলিশ সহজে ভোট গ্রহণ বন্ধ করতে না পারে। গণভোটের আয়োজকরা পুলিশি বাধা শান্তিপূর্ণভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

কাতালোনিয়া অধিবাসীর বৃহৎ অংশ এ নির্বাচনের পক্ষে রয়েছে। তবে এতে বাধা দিচ্ছে সরকার।

বিজ্ঞাপন

এপি/জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |