ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ আগস্ট ২০২৩ , ০৮:৫৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। 

বিজ্ঞাপন

রোববার (২০ আগস্ট) ভোরে দেশটির পিন্ডি ভাট্টিয়ান শহরের ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের তথ্যমতে, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। পথে ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় ডিজেল বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরপরই বাসটিতে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আশেপাশের লোকজন বাসের জানালা ভেঙে যাত্রীদের নামানোর চেষ্টা করে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানে বাস দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুই শিশু রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |