ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৭ সেপ্টেম্বর ভারত যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩৮ এএম


loading/img

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বিজ্ঞাপন

হোয়াইট হাউজের বরাত দিয়ে  শনিবার (২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নয়াদিল্লি সফর করবেন প্রেসিডেন্ট বাইডেন। পরদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এরপর ৯ ও ১০ সেপ্টেম্বর বাইডেন জি-২০ সম্মেলনে অংশ নেবেন। 

বিজ্ঞাপন

এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানসহ ২৫ জন বিশ্বনেতা এই সম্মেলনে যোগ দিবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই সম্মেলনে অংশ নিবেন না। তার পরিবর্তে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এতে অংশ নিবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আমন্ত্রণে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

এবারের জি-২০ সম্মেলনে বিশ্ব নেতারা পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তর, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব, বিশ্বব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও বিশ্ব নেতারা আলোচনা করবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |