ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ইরান-ইসরায়েল সংঘাত, মুখ খুললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৫:৩৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) সামাজিকমাধ্যম ‘এক্স’ পোস্টে তিনি চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।   

ওই পোস্টে তিনি লিখেন, ‘ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছি। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা। জোর দিয়ে বলেছি যে, উত্তেজনা হ্রাস, সংলাপ ও কূটনীতি হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার সঠিক পথ। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছি।’

বিজ্ঞাপন
Untitled
নরেন্দ্র মোদির ‘এক্স’ পোস্ট

এর আগে, শনিবার (২১ জুন) রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। 

বিজ্ঞাপন

ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়া। সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেওয়া।

 

আরটিভি/টি

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |