নিজের ইমামতিতে রোহিঙ্গাদের সঙ্গে জামাতে নামাজ আদায় করলেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদী।
সোমবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন শেষে তিনি তাদের সঙ্গে জোহরের নামাজ আদায় করেন।
এদিন সকালে এক বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব(দ্বিপক্ষীয়) কামরুল আহসান।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। তাদের মুখে মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম নির্যাতন ও গণহত্যার কথা শুনে তিনি আবেগ আপ্লুত হয়ে যান।
তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুতে এখন সোচ্চার, যেটা আগে ছিল না। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে। আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার নির্যাতন বন্ধ করতে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।
তিনি জানান, রোহিঙ্গাদের জন্য একটি ফিল্ড হাসপাতাল বানিয়ে দেবে মালয়েশিয়া। ২-৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেয়া হবে। রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া।
তিনি রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানভুক্ত দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির করার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মানব উন্নয়নমন্ত্রী রিচার্ড রিওদ।
কে/এমকে