ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তিনটি পদে নতুন নিয়োগ দিয়েছেন। রোববার এক ডিক্রির মাধ্যমে তিনি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেইন দাদরাসকে ইরানের সামরিক বাহিনীর নতুন সেকেন্ড-ইন-কমান্ড নিয়োগ দেন। খবর পার্সটুডে।
বাহিনীর প্রতি জেনারেল দাদরাসের আনুগত্য ও অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি গোয়েন্দা কার্যক্রম ও সামরিক বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি জোরদার করতে জেনারেল দাদরাসের প্রতি আহ্বান জানান। আগে এ পদে ব্রিগেডিয়ার জেনারেল পুরদস্তান দায়িত্ব পালন করেছেন এবং সর্বোচ্চ নেতা তাকে ধন্যবাদ জানান।
অন্য এক ডিক্রির মাধ্যমে আয়াতুল্লাহ খামেনি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারিকে সামরিক বাহিনীর সমন্বয় বিভাগের উপপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল দাদরাস আগে এ পদে ছিলেন।
আরেকটি ডিক্রির মাধ্যমে রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদিকে নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন খামেনি। নৌবাহিনীতে খানজাদির কৃতিত্বপূর্ণ রেকর্ডের বিষয়টি বিবেচনা করে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।
এদিকে গেলো বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে খামেনি বলেছেন, আমেরিকা শত্রুতা ইরানের সকল জাতির ওপর। তাই আমাকে বলতেই হচ্ছে, আমেরিকা হচ্ছে ইরানের কাছে এক নম্বর শত্রু। আমরা কখনোই তাদের পরমাণু চুক্তি থেকে বিচ্যুতি হওয়াকে মেনে নেব না।
উল্লেখ্য, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি প্রত্যয়ন না করার ঘোষণা দেন। এর আগেও বিভিন্ন সময়ে এই চুক্তির বিপক্ষে কথা বলে আমেরিকা। এমনকি এই চুক্তিকে ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি বলেও অভিহিত করা হয়েছে।
এপি/এ