ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কেমন কাটলো নুসরাতের ঈদ

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ , ০৯:৫৬ এএম


loading/img
নুসরাত জাহান

ঈদের আমেজে আছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। শুধু তাই নয়, ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে অন্য সবার মতো চাঁদরাতে তিনিও হাতে মেহেদি পরেছিলেন। ইনস্টাগ্রামে সেই ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নুসরাত।    

বিজ্ঞাপন

তবে পরিবারের সদস্যদের সঙ্গে কেমন কাটলো নুসরাতের ঈদের দিন? এমন প্রশ্ন রীতিমতো উঁকি মারছে অভিনেত্রীর ভক্তদের মনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের দিনের সেই আনন্দও শেয়ার করেছেন এই অভিনেত্রী।  

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে নুসরাত জানান, পরিবারের সসদ্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ হাতে অনেক পদের খাবার রান্না করেছেন তিনি। বিরিয়ানি, সেমাই, ফিরনি, কাবাব সবই রান্না করেছেন। 

বিজ্ঞাপন

আশা করছেন এসব খাবার খুব পছন্দ করবে যশ। এদিকে ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে যশ-নুসরাতের।  

তবে ঈদের দিন বাবা-মাকে কাছে পাচ্ছেন না নুসরাত। কারণ অভিনেত্রীর বাবা-মা মক্কায় গেছেন। তবে তাদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিয়ম করেছেন নুসরাত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সর্বশেষ ‘সেন্টিমেন্টাল’ সিনেমাতে দেখা গেছে নুসরাতকে। সিনেমায় যশের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। এই যুগলের প্রযোজনা সংস্থার অধীনে নির্মিত এটাই প্রথম সিনেমা। নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিনা সেই বিষয়ে কোনো কিছু বলেননি তিনি।

বিজ্ঞাপন


সূত্র : আনন্দবাজার 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |