ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিখ্যাত জাদুকরের বিরুদ্ধে ১৬ নারীর যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ০৫:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ডের বিরুদ্ধে ১৬ নারী যৌন নিপীড়ন ও অশালীন আচরণের অভিযোগ এনেছেন। ওইসব নারীর বয়স ১৮ বছরের নিচে থাকা অবস্থায় এসব অপরাধের ঘটনা ঘটেছে। অভিযোগগুলো আশির দশকের শেষ দিক থেকে ২০১৪ সাল পর্যন্ত।

বিজ্ঞাপন

কয়েকজন নারীর অভিযোগ, কপারফিল্ড তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আগে মাদক সেবন করান। তাই যৌন সম্পর্ক স্থাপনের আগে তারা স্বজ্ঞানে কোনো সম্মতি দেননি।

আরও চারটি ঘটনায় নারীরা অভিযোগ করেছেন, মঞ্চে লাইভ পারফরম্যান্সের সময় কপারফিল্ড তাদের অশালীনভাবে স্পর্শ করেছেন। 

বিজ্ঞাপন

কপারফিল্ডের একজন প্রতিনিধি বিবিসিকে বলেছেন, অভিযোগগুলো ‘মিথ্যা ও কুরুচিপূর্ণ’ এবং ডেভিড আসলে তার ঠিক বিপরীত।

আরেক নারী জানান, ১৯৯১ সালে ১৫ বছর বয়সে কপারফিল্ডের সঙ্গে তার দেখা হয়েছিল। এরপর থেকে তিনি ফোনকলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ১৮ বছর বয়সে কপারফিল্ডের সঙ্গে তার সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপন হলেও আগে থেকেই তাকে এর জন্য প্রস্তুত (গ্রুমিং) করা হয়েছিল। 

কপারফিল্ডের আইনজীবীরা সম্পর্কের কথা স্বীকার করলেও গ্রুমিংয়ের ব্যাপারটি অস্বীকার করেছেন। 

বিজ্ঞাপন

বিবিসিকে দেওয়া পৃথক এক বিবৃতিতে তার আইনজীবীরা বলেন, ডেভিড কপারফিল্ডকে যারা চেনেন তারা সবাই বলবেন যে, পত্রিকার আনা এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং নারীদের, নিপীড়কদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলেছেন এমন রেকর্ডও আছে তার। 

তার আইনজীবীরা জানান, আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে, যেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে পরে। এখনকার অভিযোগগুলোও মিথ্যা প্রমাণিত হবে। ডেভিডের বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি।

কপারফিল্ড আমেরিকার অন্যতম বিখ্যাত জাদুকর। তিনি ২১টি এমি পুরস্কার জিতেছেন এবং ১১টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |