• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

এভারেস্ট জয়ের পর ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ২১:৫৭
দুই পর্বতারোহীর মৃত্যু
ছবি: সংগৃহীত

এভারেস্ট জয় করে ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তারা দুজনেই মঙ্গোলিয়ার নাগরিক। আট হাজার মিটারের বেশি উচ্চতায় তাদের মরদেহ পাওয়া গেছে।

১৭ মে (শুক্রবার) উসুখজারগেলের মরদেহটি পাওয়া যায় দক্ষিণ সামিটে। পুরুভসুরেনের মরদেহটি পাওয়া যায় ব্যালকনি এরিয়ায়। খবর দ্য হিমালয়ান টাইমস।

পর্বতারোহী সংস্থা এইটকের পরিচালক পেম্বা শেরপা জানিয়েছেন, উসুখজারগেল তেসেদেনদামবা ও পুরুভসুরেন লাখাগাবাজাভ গত ১৩ মে দুপুর ১২টার দিকে এভারেস্টের চূড়ায় ছবি তোলেন। তাদের কাছে থাকা মোবাইল ফোনে এমন তথ্য পাওয়া যায়।

শেরপা জানান, এভারেস্টের চূড়া থেকে নামতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। কারণ তাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন ছিল না।

জানা যায়, কোনো ধরনের ব্যক্তিগত গাইড ছাড়াই তারা দু‘জনে এভারেস্টের চূড়ায় যাত্রা শুরু করেন। এরপর গত ১২ মে থেকে তার নিখোঁজ ছিলেন।

তাদের মধ্যে একজনের মরদেহ পাওয়া যায় আট হাজার ৬০০ মিটার উচ্চতায় ও আরেক জনের মরদেহ পাওয়া যায় আট হাজার ৪০০ মিটার উচ্চতায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুতার আঠা খেয়ে শ্রমিকের মৃত্যু
গায়কের মৃত্যুর পর ভাইরাল ১৪ বছর আগের টুইট
নসিমনের চাপায় গৃহবধূ নিহত
জাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি