• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

২০২৪ সালের সেরা আন্তর্জাতিক এয়ারলাইনসের নাম প্রকাশ

আরটিভি নিউজ

  ৩১ মে ২০২৪, ১৮:৩১
মাঝ আকাশে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ : সংগৃহীত ছবি

২০২৪ সালের সেরা এয়ারলাইনসের (আন্তর্জাতিক) খেতাব পেয়েছে কাতার এয়ারওয়েজ। গত বছর এয়ার নিউজিল্যান্ডের কাছে গৌরবের মুকুট হারানোর পর আবার বিশ্বে সেরা এয়ারলাইনসের স্বীকৃতি পেল তারা।

অস্ট্রেলিয়াভিত্তিক বিমান চলাচল নিরাপত্তা ও পণ্য রেটিং সংস্থা এয়ারলাইন রেটিংস ডটকম চলতি বছর বিশ্বের সেরা এয়ারলাইনসের যে তালিকা করেছে, তার শীর্ষে রয়েছে এটি।

এয়ারলাইনস রেটিংস ডটকমের প্রধান সম্পাদক জিওফ্রে থমাসের নেতৃত্বে বিচারক প্যানেলে পাঁচজন সম্পাদক ছিলেন। তারা সূচক নির্ধারণ করার সময় ১২টি বিষয় বিবেচনায় নেন। এর মধ্যে নিরাপত্তা ও পণ্যের রেটিং, বিমানবহরের বয়স, মুনাফা, গুরুতর ঘটনা, উদ্ভাবন, যাত্রীদের মূল্যায়ন ইত্যাদি।

এদিকে সেরা বিজনেস ক্লাসের স্বীকৃতিও পেয়েছে কাতার এয়ারওয়েজ। এর বাইরে সিঙ্গাপুর এয়ারলাইনস সেরা প্রথম শ্রেণির পুরস্কার জিতেছে। এমিরেটস সেরা প্রিমিয়াম ইকোনমি এবং এয়ার নিউজিল্যান্ড সেরা ইকোনমি ক্লাসের স্বীকৃতি পেয়েছে।

এ ছাড়া তালিকার শীর্ষ ২৫-এ কাতার এয়ারওয়েজের পর আছে কোরিয়ান এয়ার, ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ, এয়ার নিউজিল্যান্ড, এমিরেটস, এয়ার ফ্রান্স-কে এল এম, অল নিপ্পন এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজ, কান্তাস, ভার্জিন অস্ট্রেলিয়া-আটলান্টিক, ভিয়েতনাম এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, ইভিএ এয়ার, টিএপি পর্তুগাল, জেএএল, ফিনএয়ার, হাওয়াইয়ান, আলাস্কা এয়ারলাইনস, লুফথানসা-সুইস, তুর্কিশ এয়ারলাইনস, আইজিএ গ্রুপ (ব্রিটিশ এয়ারওয়েজ ও আইবেরিয়া), এয়ার কানাডা, ডেল্টা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস ও আমেরিকান এয়ারলাইনস।

সূত্র : সিএনএন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বাংলাদেশে একাধিক নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ
ইউএস-বাংলা এয়ারলাইনসে নিয়োগ
যাত্রীকে পুলিশে দিয়ে যে ব্যাখ্যা দিলো বিমান