ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬ , ০৭:২৯ পিএম


loading/img

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ বিমানটি শুক্রবার সন্ধ‌্যা ৬টা ৪২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রীকে গণঅভ‌্যর্থনা দিতে বিমানবন্দরসহ বিভিন্ন সড়কের পাশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিকেলের আগেই অবস্থান নেয়। এতে বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়।

১৭ দিনের বিদেশ সফর শেষে ফিরলেন শেখ হাসিনা। উত্তর আমেরিকার দেশ দু’টির উদ্দেশে শেখ হাসিনা গেলো ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। প্রথম পর্যায়ে তিনি ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডা সফর করেন। পরে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে শরণার্থী ও অভিবাসন সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

এসএস /

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |