ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ জুন ২০২৪ , ০৫:০৪ পিএম


loading/img

দক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি নির্মাণ কারখানায় আগুন লেগে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই আগুন লাগে।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জানা গেছে, ইতোমধ্যে আগুন অনেকাংশে নিভে গেছে। কারখানাটি রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ং অঞ্চলে অবস্থিত। এটি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারিসেল পরিচালনা করে।

বিজ্ঞাপন

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন ইয়ং বলেন, কারখানার একটি গুদামের ভেতরের একটি ব্যাটারি সেলে সিরিজ বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত হয়। এই গুদামে প্রায় ৩৫ হাজার ব্যাটারি ছিল। আগুনে ৯ জন মারা গেছে এবং চারজন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

তবে বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এই দুর্ঘটনায় প্রায় ২০ জনের মরদেহ পাওয়া গেছে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |