• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

১১ মার্কিন পুলিশ কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ২৩:১৯
১১ মার্কিন পুলিশ কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা
ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের ১১ পুলিশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

বুধবার (৩ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে দমনপীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রে জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, বোস্টন, কলাম্বিয়া ও অ্যারিজোনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব মার্কিন কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না। পাশাপাশি তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। কিন্তু মার্কিন পুলিশ তাদের ওপর নৃশংস নির্যাতন চালায় এবং শিক্ষক ও ছাত্রদের গ্রেপ্তার করে।

মন্তব্য করুন

  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞা পেলেন বেলিংহ্যাম
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু
অবশেষে নিষেধাজ্ঞা ঘুচল ফাওয়াদ খানের, ফিরছেন বলিউডে