• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২৪, ১২:১০

ইউক্রেনের রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জন। স্থানীয় সময় সোমবার সকালে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্ট্যাফ আন্দ্রি ইয়ারমাক। সূত্র: বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় একজন চিকিৎসকসহ প্রাপ্ত বয়স্ক ২ জন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এটি রাশিয়ার নৃশংস মিসাইল হামলা। ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে মিসাইল হামলা হয়েছে। টার্গেট করা হয়েছে অল্পবয়সী ক্যানসার রোগীদের।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটি দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশই তাদের নিজেদের হাসপাতালে আঘাত হেনেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা
রাশিয়ার হামলার শঙ্কায় ইউক্রেনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন
পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন