হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে তিনি ইসরায়েলের ‘সি অব গ্যালিল’ হ্রদে অবকাশ যাপনে গিয়েছিলেন।
সেখানে গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে ব্যক্তিগত চিকিৎসক তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে তেল আবিবের কাছে শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
শনিবার (১৫ জুলাই) এ খবর প্রচার করে সংবাদ মাধ্যম সিএনএন।
নেতানিয়াহুর অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অবস্থা ভালো, তবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য চিকিৎসকরা তাকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।
ইসরায়েলে বর্তমানে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ চলছে, এর ফলে তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি অবস্থান করছে। সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শসহ বেশি পানি পান করতে বল হচ্ছে।
হাসপাতালের সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহুর প্রাথমিক পরীক্ষায় সব স্বাভাবিক ছিল, অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে পানিশূন্যতায় বা ডিহাইড্রেশনে ভুগছেন তিনি।
মন্তব্য করুন