যুক্তরাজ্যে নাচের ওয়ার্কশপে ছুরিকাঘাতে ২ শিশুর মৃত্যু, আহত ৯
যুক্তরাজ্যের সাউথপোর্টে একটি নাচের ওয়ার্কশপে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে দুই শিশু। এ ছাড়া ৭ শিশুসহ আরও ৯ জন আহত হয়েছে এ হামলায়।
সোমবার (২৯ জুলাই) শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট ইয়োগা ও ডান্স ওয়ার্কশপে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
মার্সিসাইড পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিশুদের রক্ষা করার চেষ্টার সময় ছুরিকাঘাতে ওই দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া চার শিশুর অবস্থাও গুরুতর।
হামলার পর হত্যা ও হত্যাচেষ্টার সন্দেহে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, কেন এই হামলা চালানো হয়েছে, তা অস্পষ্ট।
একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে ভয়ঙ্ককর বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এমন ঘটনা তারা আগে কখনও দেখেননি।
ঘটনার বর্ণনায় মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি সংবাদ সম্মেলনে বলেন, একটি বিদ্যালয়ে শিশুরা টেলর সুইফট থিম নাচের ওয়ার্কশপে অংশ নেয়। এ সময় হামলাকারী তরুণ ছুরি হাতে বিদ্যালয় চত্বরে প্রবেশ করে এবং শিশুদের আঘাত করতে শুরু করে। হামলার শিকার শিশুদের বয়স ৬ থেকে ১০ বছর।
তিনি আরও বলেন, জরুরি কল পাওয়ার পর ১৩টি অ্যাম্বুলেন্স, সশস্ত্র যানবাহন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। শিশুদের ওপর এমন হিংসাত্মক আক্রমণ যুক্তরাজ্যে বিরল। জরুরি কলগুলোতে সাড়া দেওয়া কর্মকর্তারা তাই বিষয়টি জানতে পেরে অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন সেরেনা কেনেডি।
এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত ও আক্রান্তদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
মন্তব্য করুন