• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

মেলবোর্নে প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রতিবাদ ও সংঘর্ষ

ডয়েচে ভেলে

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৬
মেলবোর্ন
সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুধবার একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়৷ এতে পুলিশ ও বিক্ষোভকারীদের অনেকে আহত হন৷ বিক্ষোভকারীদের ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর, বোতল ও ময়লা ছুঁড়ে মারেন৷ কেউ কেউ এমনকি থুতুও দেন৷ প্রদর্শনীতে অংশগ্রহণকারীর গায়ে তারা লাল তরল ছুঁড়ে মারেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ স্পঞ্জ গ্রেনেড, ফ্ল্যাশ-ব্যাং ডিভাইস ও স্প্রে ব্যবহার করে৷

ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার শেন প্যাটন জানিয়েছেন, বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়েছেন এবং যানবাহন চলাচল ব্যাহত করেছেন৷ সংঘর্ষে আহত হওয়ায় ২৪ জন পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি৷ এক হাজার বিক্ষোভকারী প্রদর্শনীতে জড়ো হয়েছিলেন এবং তাদের অনেকে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছিলেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়ে পুলিশকে সম্মান জানানোর কথা বলেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপপ্রচারের প্রতিবাদে সরব ছাত্রদল, ঢাবিতে বিক্ষোভ
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক জোবায়েরপন্থীদের
আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ 
রাবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা ঝোলালেন শিক্ষার্থীরা